বাংলায় প্রায়ই “কি” এবং “কী” এই দুটি সর্বনাম ব্যবহার করতে হয়। কিন্তু সঠিক প্রয়োগ না জানায় আমরা অনেকেই এই দুটোর ব্যবহার গুলিয়ে ফেলি। আসুন, “কি” এবং “কী” এর সঠিক ব্যবহার জেনে নিই। “কি” এর ব্যবহার: ‘কি’ প্রশ্নবোধক, সংশয়সূচক এবং বিস্ময়বোধক অব্যয়। যেসব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেওয়া যায় …
এই প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শতকরা আশি ভাগের বেশি ফেল করেছে। অবস্থাটা আগে কেমন ছিল? এ বছর প্রশ্ন পাশ হয়েছে, তাই হুট করে সবাই খারাপ হয়ে যাবে? নাকি অবস্থাটা আগে থেকেই খারাপ ছিলো? ২০১১-১২ তে ফেল করেছে ৮১ ভাগ, ২০১২-১৩ তে ফেল করেছে ৮৩ …