“কি” এবং “কী” এর মধ্যে পার্থক্য

বাংলা
3

বাংলায় প্রায়ই “কি” এবং “কী” এই দুটি সর্বনাম ব্যবহার করতে হয়। কিন্তু সঠিক প্রয়োগ না জানায় আমরা অনেকেই এই দুটোর ব্যবহার গুলিয়ে ফেলি। আসুন, “কি” এবং “কী” এর সঠিক ব্যবহার জেনে নিই।

“কি” এর ব্যবহার:

‘কি’ প্রশ্নবোধক, সংশয়সূচক এবং বিস্ময়বোধক অব্যয়। যেসব প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দ্বারা দেওয়া যায় সেসব ক্ষেত্রে ‘কি’ (হ্রস্ব-ই কার) ব্যবহার হয়।

যেমন: তুমি কি খাবে, নাকি খেয়ে এসেছ? তুমি কি কথাটা তাকে বলেছ?

“কী” এর ব্যবহার:

যেসব প্রশ্নের উত্তর শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে দেওয়া যায় না, অর্থাৎ মুখ দিয়ে শব্দ বের করতে হয় বা অনেকটা বিবরন দিতে হয় বা বিশদ বর্ণনা থাকে সেসব প্রশ্নে “কী” (দীর্ঘ ঈ-কার) ব্যবহার হয়।

যেমন: তুমি কী দিয়ে ভাত খেয়েছ?

যেখানেই আছেন , যেভাবেই আছেন ভালো থাকবেন ভাই। আমি আপনার ২০১০ সালের User… অনেক নস্টালজিক হয়ে গেলাম সাইটটা দেখে… ভালবাসা অবিরাম.. এখন সাইটটা ব্যবহার করব অফিসের কাজে.. Avro to Unicode…ভালবাসা অবিরাম..

অনেক পুরাতন ব্যবহারকারী হিসেবে আপনার মন্তব্য পেয়ে আমি আবেগাপ্লুত।
অফিসের কাজে এই সেবাটি ব্যবহার করবেন জেনে আমি আনন্দিত।
ভবিষ্যতেও আপনার মূল্যবান মতামত প্রদান করবেন বলে আমি আশা রাখি।

3টি মন্তব্য

আরিফ শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।