ডাক্তারখানায় ফাহীমা আপু

কৌতুক
3

ডাক্তার সাহেব, আমি সহজে কিছু মনে করতে পারি না। আমার স্মৃতিশক্তি লোপ
পাচ্ছে! কিছু একটা করেন
ডাক্তার: আপনার বয়স কত?
ফাহীমা: দীর্ঘক্ষণ আঙুলের কর গুনলেন।
মুঠোফোন বের করে ক্যালকুলেটরে কী যেন হিসাব কষলেন,
তারপর বললেন, ‘২২ বছর’
ডাক্তার: আপনার উচ্চতা ?
ফাহীমা: ব্যাগ থেকে দৈর্ঘ্য মাপার ফিতা বের করলেন,
নিজের উচ্চতা মেপে বললেন, ‘৫ ফুট ৫ ইঞ্চি’
ডাক্তার: নামটা বলেন?
ফাহীমা: চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে কী যেন গাইলেন, তারপর হেসে
বললেন, ‘দুঃখিত, নামটা মনে করে নিলাম ‘ফাহীমা‘
ডাক্তার: ভালো কিন্তু নাম মনে করার জন্য কিছুক্ষণ আগে কী করছিলেন?
ফাহীমা: জন্মদিনে বন্ধুরা যে গানটা গেয়েছিল, সেটা মনে করার চেষ্টা করছিলাম।
ডাক্তার: কোন গান?
ফাহীমা: হ্যাপি বার্থডে টু …. ডিয়ার ফাহীমা

চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। বিড়বিড় করে কী যেন গাইলেন, তারপর হেসে
বললেন, ‘দুঃখিত, নামটা মনে করে নিলাম ‘ফাহীমা‘

3টি মন্তব্য

ফারুকে আজম শীর্ষক প্রকাশনায় মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


The reCAPTCHA verification period has expired. Please reload the page.