ল্যাপটপের কোন key Stuck হয়ে গেলে তা যেভাবে Disable করতে হয়

ল্যাপটপ

অনেক সময় আমাদের ল্যাপটপ এর কী (key) stuck হয়ে যায় তখন দেখা যায় যে অন্য কোন কী press করলে তা আর আগের মত কাজ না করে অন্যরকম behave করে । এই যেমন আমার ল্যাপটপের Media Mute button টা stuck হয়ে গিয়েছিলো। তখন সারাদিন স্পিকার অন অফ হত এবং কোন সাউন্ড ঠিকমত সনা যেত না, কারণ Media Mute Button stucked হওয়ার ফলে তা আগে থেকেই প্রেস হয়েছিল। অনেক কিছুই বললাম আশা করি বুঝতে পেরেছেন । যারা এই সমস্যায় পড়েছেন বা পড়বেন তারা খুব সহজেই বুঝতে পারবেন ।

যাই হোক আমার Media Mute স্টাক হওয়ায় আমি সিদ্ধান্ত নিলাম এইটা ডিসেবল করে দিবো। অবশেষে সফল হলাম একটি সফটওয়্যার এর সাহায্যে । আজ আপনাদের সাথে সফটওয়্যার টি শেয়ার করবো ।

প্রথমে এই লিঙ্ক থেকে সফটওয়্যার টি ডাউনলোড করে ইন্সটল দিন

SharpKeys DOWNLOAD

Sharp Keys
তারপর চিত্রের মত যে কী টা নিষ্ক্রিয় করতে চান তা From এ সিলেক্ট করে দিন। কোন কী দিতে হবে চিনতে না পারলে Type এ ক্লিক করে কাঙ্ক্ষিত কী টি কীবোর্ড থেকে প্রেস করুন। এরপর To তে গিয়ে Turn Key Off নির্বাচন করুন।
এই উইন্ডো এর কাজ শেষ হলে Write to Register এ ক্লিক করুন।

কী নিষ্ক্রিয় করা ছাড়াও এক কী কে অন্য কী হিসেবে কাজে লাগাতে পারবেন।

মন্তব্য নেই

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


The reCAPTCHA verification period has expired. Please reload the page.