নতুন ব্যবহারকারীর প্রতিঃ
আপনি কি ‘বাংলাটেক্সট ব্লগ’ এ নতুন নিবন্ধন করেছেন বা নিবন্ধন করতে চান? তাহলে নিচের বিষয়গুলি আপনাকে অবশ্যই মেনে চলতে হবে। যদি নিচের বিষয়গুলি মেনে না চলেন, তাহলে আপনাকে স্প্যাম বলে গণ্য করা হবে এবং আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় বাতিল করা হতে পারে।
১. আপনার প্রোফাইলে অবশ্যই ছবি যুক্ত করতে হবে। প্রোফাইলে ছবি যুক্ত করার জন্য আপনাকে যেটি করতে হবে তাহলো, আপনার প্রোফাইল সেটিং এ গিয়ে ছবি যুক্ত করতে হবে। মনে রাখবেন, আপনার প্রোফাইলে যদি ছবি যুক্ত না থাকে তাহলে আপনাকে স্প্যাম বলে গণ্য করা হবে এবং আপনার অ্যাকাউন্ট যেকোনো সময় বাতিল করা হতে পারে।
২. ইউজারনেম ব্যতীত প্রোফাইলের সকল তথ্য বাংলাই লিখতে হবে।
৩. আপনার প্রোফাইলের যে নামটি সকলে দেখতে পাবে সেটি সুন্দর করে বাংলাই লিখবেন।
৪. আপনার প্রোফাইলে আপনার সম্পর্কে অবশ্যই কিছু জীবন বৃত্তান্ত লিখতে হবে।
পোস্ট ও মন্তব্যকারীর প্রতিঃ
আপনি কি ‘বাংলাটেক্সট ব্লগ’ এ লেখতে চান? বা অত্র ব্লগে প্রকাশিত কোনো বিষয় সম্পর্কে মন্তব্য করতে চান? তাহলে নিম্নলিখিত বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখুনঃ
১. বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করে, এমন কোনো পোস্ট, মন্তব্য বা প্রশ্ন করা থেকে বিরত থাকুন।
২. কোনো লেখায় আন্তর্জাতিক কোনো আইন লঙ্ঘন করবেন না।
৩. আপনার মন্তব্যে শালীনতা বজায় রাখুন। সমালোচনা করুন, কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন, অশোভন শব্দ ব্যবহার করবেন না।
৪. কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে, এমন কোনো পোস্ট, মন্তব্য বা প্রশ্ন করা থেকে বিরত থাকুন।
৫. কোনো ক্ষুদ্র জাতিসত্তা বা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্ম, সংস্কৃতি, আচার, জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস কিংবা ভাষাকে অবমাননা করে এমন কোনো পোস্ট, মন্তব্য বা প্রশ্ন করবেন না।
৬. নিবন্ধনের সময় ইউজার আইডি হিসেবে কোনো অশালীন শব্দ/ ওয়েবসাইটের লিঙ্ক/ স্লোগান/ নিজস্ব সার্থে ব্যবহ্রত শব্দ বা প্রোফাইলে আপত্তিকর ছবি ব্যবহার করবেন না।
৭. পোস্ট,মন্তব্য বা প্রশ্নে কোনো ব্যক্তিগত বিজ্ঞাপন দেওয়া থেকে বিরত থাকুন।
৮. এমন কোনো পোস্ট,মন্তব্য বা প্রশ্ন করবেন না, যা বাংলাদেশে সামাজিক ও সাংস্কৃতিকভাবে অশ্লীল বলে বিবেচিত।
৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ কোনো কিছু লেখা যাবে না।
১০. রোমান হরফে বাংলায় লেখা কোনো মন্তব্য প্রকাশ করা হবে না।
১১. যৌনতা বিষয়ক কোন প্রকার পোস্ট করা যাবে না।
১২. যেকোনো মন্তব্য ও প্রশ্ন সম্পাদনার এবং প্রকাশ করা ও না করার পূর্ণ অধিকার বাংলাটেক্সট ব্লগ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
১৩. এই নীতিমালা যেকোনো সময় পরিবর্তনের অধিকার সংরক্ষণ করে ‘বাংলাটেক্সট ব্লগ’ কর্তৃপক্ষ।