
চলচ্চিত্র
মুহাম্মদ: দ্য ম্যাসেঞ্জার অব গড ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত একটি ইরানি চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাজিদ মাজিদি। ইসলামের পয়গম্বর হজরত মুহাম্মদ (সঃ) এর জীবন নিয়ে নির্মিত ৩ পর্বের ধারাবাহিক চলচ্চিত্রসমূহের প্রথম পর্ব এটি। হজরত মুহাম্মদ (সঃ) এর শৈশবের উপর ভিত্তি করে রচিত হয়েছে এর কাহিনী। এটি এখন পর্যন্ত ইরানের সবচেয়ে বেশি বাজেটের চলচ্চিত্র হিসেবে বিবেচিত। চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন ভিত্তেরিও স্টোরারো এবং আবহসঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান।
ভিডিওটি -তে বাংলা সাবটাইটেল যুক্ত করা হয়েছে। ফলে প্রদত্ত ভিডিওটি তুর্কি ভাষায় হলেও বাংলা ভাষাভাষীরা সহজেই মুভিটি বুঝতে পারবেন।
ফাইল সাইজ: ২.১ জিবি
ফাইল ফরম্যাট: mp4
ভিডিও দৈর্ঘ্য: ১:৪২:১৮ ঘন্টা
মন্তব্য নেই