আর এইসব কথাগুলো আমরা যারা একটু মুখ ফুটে বলার চেষ্টা করি,তাদেরকে বলা হয় নির্লজ্জ।
ছি ছি দেখ দেখ.. নিজেদের বিয়ের কথা নিজেরাই বলছে.. এতটুকুন লজ্জাও নেই..?

যদি জিজ্ঞেস করি…..
একজন যুবকের জন্য বর্তমানে সবচেয়ে কঠিন কাজ কোনটি…??
– সহজ উত্তর.. সমাজের সব নিয়ম কানুন ও পরিবার পরিজনকে সন্তুষ্ট করে.. ” বিয়ে করা”
এবার যদি প্রশ্ন করি…
একজন যুবকের জন্য সবচেয়ে সহজ কাজ কোনটি…??
– একটাই উত্তর “প্রেম করা” বা “অবৈধ ভালবাসা”
– বাজার থেকে বাছাই করে ফরমালিন মুক্ত এক কেজি ইলিশ মাছ কেনা যতটানা কঠিন… বর্তমান ফেসবুক,ওয়াটস আপ এর যুগে প্রেম করার জন্য একটা মেয়ে / ছেলে জোগাড় করা তার চেয়েও অনেক সহজ।
– আর এই ” অবৈধ প্রেম” এবং ” কঠিন বিয়ে” এই দুইটির কোনটিতেই যারা নেই… তারা জাষ্ট যুদ্ধ করছেন,,কঠিন যুদ্ধ..
– যুদ্ধ এই জন্য বলছি… অবাধ যৌনতা, উন্মুক্ত দেহের বিউটি স্যুপের বিজ্ঞাপন,ডিউডরেন্টের বিলবোর্ড, লক্ষাধিক লাইকের চটিপেজ যুক্ত ফেসবুক,লাখ লাখ পর্ণোসাইটের এই যুগে যারা নিজেদেরকে অবৈধ রিলেশন থেকে বাচিয়ে রাখতে পেরেছেন, তাদেরকে “মুজাহিদ” আখ্যা দেয়া ছাড়া আর কোন উপায় নেই।
– কয়দিন করবেন যুদ্ধ..??
– নিজেকে অক্ষত রেখে কয়দিন লড়ে যাবেন এই তাগুত সংস্কৃতির বিরুদ্ধে..?
– লড়াই করতে করতে আপনিও একদিন ক্লান্ত আহত হয়ে পড়বেন।
— আর এইসব কথাগুলো আমরা যারা একটু মুখ ফুটে বলার চেষ্টা করি,তাদেরকে বলা হয় নির্লজ্জ।
ছি ছি দেখ দেখ.. নিজেদের বিয়ের কথা নিজেরাই বলছে.. এতটুকুন লজ্জাও নেই..?